প্রকাশিত: Sat, Dec 2, 2023 6:04 PM
আপডেট: Sat, Dec 6, 2025 8:10 PM

[১]কমলগঞ্জ থেকে সিলেট ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

স্বপন দেব: [২] বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ’৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে সিলেট আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স পর্যন্ত ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন সম্পন্ন হয়েছে। 

[৩] শনিবার রাত ১২.০১ মিনিটে শমশসেরনগর বিএএফ শাহীন কলেজ চত্বর থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

[৪] এই ম্যারাথনে ১৫ দৌড়বিদ অংশগ্রহণ করেন। টিম শমশেরনগর (বিডি)এর আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় এই ম্যারাথন সমাপ্ত হয়। 

[৫] আলাপকালে ম্যারাথনে অংশগ্রহণকারী টিম শমশেরনগর (বিডি) এর পরিচালক আব্দুল বাছিত ও সহকারী পরিচালক হাসান সুলেমান জানান, বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে আমরা শনিবার রাত ১২.০১ মিনিটের সময় আমাদের যাত্রা শমশেরনগর থেকে পুণ্যভূমি সিলেট এর উদ্দেশ্যে শুরু হয়। সকাল ১০টায় সফলভাবে আমাদের আল্ট্রা অভিযান সম্পন্ন হয়েছে।

খুলনায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপিকে কেএমপি'র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের ক্রেস্ট ও সম্মাননা প্রদান

জাফর ইকবাল অপুঃ গত ০২ ডিসেম্বর শনিবার দুপুর ০৩:০৫ টায় সময় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মো: শফিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম এঁর খুলনা মহানগরীতে আগমন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন কেএমপি'র ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা। অতিরিক্ত আইজিপি'র সফরসঙ্গী তার সহধর্মিণীকে ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছা তাসলিমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ খুলনা রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।